টার্মস অ্যান্ড কন্ডিশন
DOTCOM IT এর ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, এবং ডিজিটাল প্রোডাক্ট সংক্রান্ত কার্যক্রম ব্যবহারের ক্ষেত্রে আপনি নিচের শর্তসমূহে সম্মত হচ্ছেন:
১. প্রশিক্ষণ ও সার্ভিস সম্পর্কিত শর্তাবলী
আমাদের প্রশিক্ষণ ও সার্ভিসসমূহ শুধুমাত্র শিক্ষামূলক ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রদান করা হয়।
কোর্সে ভর্তি হওয়ার পর কোর্স ফি ফেরতযোগ্য নয়, তবে ব্যতিক্রম ক্ষেত্রে আমাদের নীতিমালা অনুযায়ী বিবেচনা করা হবে।
ওয়েব ডেভেলপমেন্ট/মার্কেটিং সার্ভিস গ্রহণের পূর্বে বিস্তারিত কার্যপরিধি (scope of work) ও চার্জ সম্মতিপত্রে উল্লেখ থাকবে।
২. ডিজিটাল প্রোডাক্ট (E-book, Template, Video Guide) সংক্রান্ত
প্রতিটি ডিজিটাল প্রোডাক্ট শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য। এটি পুনঃবিক্রয়, কপি, বা তৃতীয় পক্ষকে বিতরণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
একবার পেমেন্টের পর, পণ্যে প্রবেশাধিকার (access) প্রদান করা হবে; তবে কোনো ধরনের অপব্যবহার শনাক্ত হলে এক্সেস বাতিল করা হবে।
কনটেন্ট ব্যবহারে কোনো আইন ভঙ্গ হলে প্রতিষ্ঠান দায় নেবে না।
৩. ডিবিআইডি নির্দেশিকা ২০২২ মেনে চলা
আমরা ডিজিটাল বিজনেস আইডি (DBID) নিবন্ধন নির্দেশিকা ২০২২ মেনে ব্যবসা পরিচালনা করি।
বিশেষ করে, ধারা ৪(খ) অনুসারে:“অন্যান্যকে অনৈতিক কাজে প্ররোচিত করার জন্য ওয়েবসাইট বা সামাজিক মাধ্যমে ব্যবহার করা যাবে না।”
আমাদের সকল কন্টেন্ট ও সার্ভিস এথিকালি ডিজাইনকৃত এবং সমাজ ও রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমে উৎসাহ দেয় না।
৪. গ্রাহকের আচরণ
ব্যবহারকারী কোনো প্রকার অপপ্রচার, হুমকি, ধর্মীয় বিদ্বেষ, বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করতে পারবেন না।
আমাদের প্ল্যাটফর্মে কোনো অবৈধ সফটওয়্যার, হ্যাকিং টুল, স্প্যাম লিংক বা স্ক্যাম অফার শেয়ার করা নিষিদ্ধ।
৫. গোপনীয়তা ও তথ্য সুরক্ষা
আমাদের ডিজিটাল প্রোডাক্ট, কোর্স কনটেন্ট, ডিজাইন, এবং ওয়েবসাইটের সকল উপকরণ আমাদের মেধাস্বত্বের অধীন। অনুমতি ছাড়া এগুলো ব্যবহার, হস্তান্তর বা কপি করা যাবে না।
৬. মেধাস্বত্ব (Copyright)
ব্যবহারকারীর সব ব্যক্তিগত তথ্য সম্পূর্ণরূপে নিরাপদ রাখা হয়। আমরা তৃতীয় পক্ষের কাছে এই তথ্য হস্তান্তর করি না।
আমাদের প্ল্যাটফর্মে ব্যবহৃত পেমেন্ট গেটওয়ে ও যোগাযোগ মাধ্যম নিরাপদ এবং এনক্রিপ্টেড।
৭. আইনগত ব্যবস্থা
উপরের যেকোনো শর্ত ভঙ্গ বা DBID নির্দেশিকার লঙ্ঘন হলে আমাদের প্রতিষ্ঠান প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
আমাদের সেবা গ্রহণকারী প্রত্যেকে এই শর্তাবলী মেনে চলবেন বলে ধরে নেওয়া হবে।
নীতিমালা পরিবর্তনের অধিকার
আমরা প্রয়োজনে এই শর্তাবলী হালনাগাদ করতে পারি। যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহারকারীদের ওয়েবসাইটে/পেজে জানিয়ে দেওয়া হবে।